Home / বিনোদন / অনন্য মামুন পরিচালিত নতুন চলচ্চিত্র রেডিও।।

অনন্য মামুন পরিচালিত নতুন চলচ্চিত্র রেডিও।।

অনলাইন ডেস্ক :              নতুন চলচ্চিত্র-অনন্য মামুন পরিচালিত রেডিও।চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে।চ্যানেল আইতে বিশ্ব প্রিমিয়ার হয় গত মঙ্গলবার।দেশের প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেল।

চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন জানান,বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ছবিটি আজ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে।আজ থেকে ছবিটি প্রদর্শিত হচ্ছে-বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স,লায়ন সিনেমাস,সিলভার স্ক্রিন,নারায়গঞ্জের রুটস সিনেমা হলসহ মোট সাতটি হলে।

টিভিতে দেখানোর পর সিনেমা হলে কেন?অনন্য মামুনের ভাষ্য,আমরা তো অনুদানের অর্থে নয়,নিজেদের টাকায় সিনেমা বানিয়েছি।তাই এ দিকটা বিবেচনা করেছি।এছাড়া আমাদের চাওয়া ছিলো,ছবিটা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়া।সেজন্যই টিভিতে প্রিমিয়ার করা হয়েছে।

রিয়াজ আহমেদ,জাকিয়া বারী মম,নাদের চৌধুরী,এলিনা শাম্মী,লুৎফর রহমান জর্জ,প্রাণ রায়,সাইফুল বাবু,ইলমা প্রমুখ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

জমকালো আয়োজনে জোনাকী টেলিভিশন’র বর্ষপূতী পালন।।

সংবাদদাতা:  সেলিনা আক্তার-বিশেষ প্রতিনিধি। অনলাইন ডেস্ক :    “জোনাকী টেলিভিশন” ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে “স্মার্ট বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *