Home / আন্তর্জাতিক / অনুশীলন চলাকালীন ভারতে দুটি বিমানের সংঘর্ষে ১ জন নিহত এবং ২ জন আহত।।

অনুশীলন চলাকালীন ভারতে দুটি বিমানের সংঘর্ষে ১ জন নিহত এবং ২ জন আহত।।

অনলাইন ডেস্ক :    ভারতে অনুশীলন চলাকালীন দুটি বিমানের সংঘর্ষে ১ জন নিহত এবং আহত হয়েছেন ২ জন।

সুখোই-৩০ ও মিরাজ-২০০০ শনিবার (২৮ জানুয়ারি) গোয়ালিয়র বিমান ঘাঁটি থেকে অনুশীলনের জন্য উড়ে যায়। মধ্য প্রদেশে অনুশীলন চলাকালীন আচমকাই মুখোমুখি সংঘর্ষ হয় বিমান দু’টির। সঙ্গে ভেঙে পড়ে দু’টি যুদ্ধবিমান। বিমানবাহিনীর উদ্ধারকারী দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

ওই দুর্ঘটনার সময় একটি বিমানে ২ জন ও অন্যটিতে ১ জন পাইলট ছিলেন। ২ জনকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা গেলেও ১ জন পাইলটের মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে বিমান দু’টির সংঘর্ষ হল তা খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ পাইলটের লাশের খোঁজ মিলেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দুর্ঘটনার ব্যাপারে বিমানবাহিনীর প্রধানের কাছ থেকে খোঁজ নিয়েছেন।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে এটিকে একটি চার্টার্ড বিমান হিসেবে দাবি করা হয়। কিন্তু গণমাধ্যমের একটি সূত্রের খবর, মোরেনার থেকে প্রায় ১০০ কিমি দুরে অবস্থিত ভরতপুরের ওই এলাকায় পূর্ববর্তী দুর্ঘটনার বিমানের অংশও এসে পড়ে থাকতে পারে। ঘটনাস্থলে উদ্ধার কাজ চলছে।

মিরাজকে প্রথম ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল ১৯৮৫ সালে। ভারতীয় বিমানবাহিনী এর নাম দিয়েছে ‘বজ্র’। বিগত ৩৮ বছরের মধ্যে এ পর্যন্ত ১৩টি মিরাজ-২০০০ বিধ্বস্ত হয়েছে। অন্যদিকে, সুখোই-৩০ ভারতের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান। ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্তির জন্য ১৯৯৬ সালের নভেম্বরে বিমানটি প্রথম কেনা হয়েছিল। ২০০৯ সাল থেকে বিভিন্ন ঘটনায় এপর্যন্ত বিধ্বস্ত হয়েছে ১১টি সুখোই-৩০ যুদ্ধ বিমান।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

ইয়েমেনের উত্তর-পশ্চিম উপকূলে নৌকা ডুবে ২১ জনের মৃত্যু।।

অনলাইন ডেস্ক :                ইয়েমেনের উত্তর-পশ্চিম উপকূলে লোহিত সাগরে একটি নৌকা ডুবে গেলে ২১ জনের মৃত্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *