সংবাদদাতা: মোঃ শান্ত মিয়া-সাভার।
অনলাইন ডেস্ক : অপহরণের ১৫ ঘন্টা পরে ঢাকার ধামরাইয়ে ১০ বছরের এক শিশুকে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সেই সাথে অপহরণকারীকেও আটক করা হয়।
অহরণের পরে উদ্ধার হওয়া ওই শিশুর নাম তালহা। সে ধামরাইর ভাড়ালিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকার আবু বক্করের ছেলে।
পুলিশ জানায়, গতকাল সকাল ছয় টার দিকে ধামরাইর ভাড়ালিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া এলাকার পাইকপাড়া মাদ্রাসার ১০ বছরের শিশু তালহাকে অপহরণ করেন একই এলাকার শামসুল হক নামের এক অপহরণকারী। পরে অপহরণকারী ওই শিশুকে নিজের বাড়িতে নিয়ে হাত পা দড়ি দিয়ে বেধে নির্যাতন করেন।
পরে গতকাল সন্ধ্যায় শিশুটির বাবা ধামরাই থানায় অপহরণের লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ উন্নত প্রযুক্তি ব্যবহার করে ওই এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী শামসুল হকের বাড়ি থেকে শিশুটিকে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে।
এসময় অপহরণকারী শামসুল হককেও (৪৫) আটক করে পুলিশ।পুলিশ এসময় শিশুটিকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কি কারণে অপহরণকারী শিশুটিকে অপহরণ করেছিলো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও আটক অপহরণকারীকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে।
আটক অপহরণকারী বাঙ্গলপাড়া এলাকার আব্দুল গোতা ব্যাপারীর ছেলে।
*প্রতীকী-ফাইল ছবি*