Home / বিনোদন / অভিনেতার বাইরে আমিও একজন মানুষ-শাকিব খান।।

অভিনেতার বাইরে আমিও একজন মানুষ-শাকিব খান।।

অনলাইন ডেস্ক :       ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলার পর বিকেল সাড়ে ৫টার দিকে নায়কের গুলশানের বাসায় সংবাদ সম্মেলনে বলেন,অভিনেতার বাইরে আমিও একজন মানুষ,আমারও পরিবার আছে।সন্তান আছে।আত্মীয়-স্বজন আছে।তাদের কাছে মাথা উঁচু করে এখন বলতে পারছি।কিন্তু শুরুতে যখন অভিযোগগুলো আনা হয়,আমি বার বার বলছিলাম,এটা একটা ট্র‌্যাপ ছিল।যা অস্ট্রেলিয়াতেই শেষ হয়ে গেছে।কিন্তু নানা ধরনের বিভ্রান্তিমূলক সংবাদের কারণে আমার পরিবারও দুশ্চিন্তায় ছিল।তাদের মুখ দেখাতে কষ্ট হয়েছে।অন্যায়টা আমি করিনি,অন্যায়টা আমার সঙ্গে হয়েছে।

সুপারস্টার শাকিব খান এ সময় বলেন,আমার বিরুদ্ধে যে অসত্য অভিযোগগুলো আনা হয়েছে,সেগুলো নিয়ে ডিবি অফিসে গিয়েছি।সেখানে ডিবি প্রধান হারুন সাহেবের সঙ্গে কথা বলেছি।আজকে আদালতে গিয়েছিলাম। তারা আমার মামলাটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন।তারা আশ্বাস দিয়েছেন,উদ্দেশ্যপ্রণোদীত এ ঘটনার পেছনে আর কারা কারা আছেন,ইনভেস্টিগেশনে সব বেরিয়ে আসবে।

নায় শাকিব খান বলেন,এই হেসেল,এটা সহ্য করার ক্ষমতা কারও থাকে না।কিন্তু আমার মনে হয়েছে,রিল লাইফে আমি যেমন প্রতিবাদী,অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করি-রিয়েল লাইফেও আর মুখ বুজে সহ্য করবো না।এজন্যই সেদিন বলেছি,বোবা সেজে থাকার আর সময় নেই।মন সাঁয় দেয় না,তিন চারদিন ধরে কারও ঘুম নাই,তবুও ভিড় ঠেলে আজ আদালতে হাজির হয়েছি।এই শীর্ষনায়ক বলেন,আজ আমাদের জয় হলো।যারা অসত্য ও ভিত্তিহীন অভিযোগ নিয়ে এসেছিল,তারা কিন্তু পালিয়ে গেছে।প্রয়োজনে রহমতুল্লাহকে বিদেশ থেকে ধরে আনা হবে।

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান এসময় কিছু কিছু সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন।তিনি বলেন, শুধু সিনেমা নয়,সব অঙ্গণের প্রতিষ্ঠিত মানুষদের নিয়ে ইদানিং প্রায়শই একটি শ্রেণি নানা অভিযোগ নিয়ে উপস্থিত হচ্ছে।অনেক সংবাদ মাধ্যম সেই অভিযোগগুলো সত্য কিনা,তা যাচাই না করেই প্রকাশ করে দিচ্ছে।এটা ঠিক নয়।কেউ একজন এসে প্রযোজক পরিচয় দিয়ে আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললো, অথচ সেটা খতিয়ে না দেখে সংবাদে প্রকাশ করে দেয়াটা কতোটুকু যৌক্তিক?অথচ প্রযোজক সমিতিতে একটু খোঁজ নিলেই জানা যেতো,যিনি প্রযোজক পরিচয়ে আমার বিরুদ্ধে অভিযোগ আনলেন,তিনি সত্যিকার অর্থেই প্রযোজক কিনা!

শাকিব খান দেশের শিল্পী কলাকুশলীদের উদ্দেশে বলেন,শিল্পীদের বিরুদ্ধে প্রায় সময় দেখি এসব অন্যায় অভিযোগ।আমি তাদের একটা বার্তা দিতে চাই,এসব আর সহ্য করো না।একটু হেসেল হলেও তা সহ্য করে প্রতিবাদ করো।দেশে আইন আছে,প্রশাসন আছে-বিচারটা পাবে।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

রাহাত ফতেহ আলী খানের গানের‘রিমেক’আনছেন রনি।।

সংবাদদাতা: মোঃ শান্ত খান-সাভার। অনলাইন ডেস্ক :       কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খানের অন্যতম বিখ্যাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *