
অনলাইন ডেস্ক : শিরোনাম : অহংকার। কলমে : মোঃ সাইফুল ইসলাম রায়হান।
তুমি যদি ডাক দাও দয়াল থাকার উপায় নাই।
তোমার ডাকের সাড়া না দিয়ে থাকতে পারবো না দুনিয়ায়।
দালান কোঠা বাড়ি,গাড়ী কি হবে এই ভুবনে,
সবই তোমার পড়ে রহিবে এই সুন্দর জমিনে
আসছো একা যাইবা একা সঙ্গে কেউ যাবেনা
তোমার টাকায় বড়ায় করো কেন ভাবলে না কেন একবার।
খালি হাতে এসেছো তুমি যাবে খালি হাতে
দান খয়রাত করে তুমি দয়ালে সাক্ষাৎ পাবে।
অহংকার করিওনা তুমি এই দুনিয়ার বুকে
অহংকার পরিত্যাগ করলে থাকবে অনেক সুখে।