অনলাইন ডেস্ক: বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দুইজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।ওই পরিবারের আরও তিন সদস্য আহত হন এই ঘটনায়।এই বিস্ফোরণের ঘটনা ঘটে বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলার চাতুরী বাজার এলাকায়।এই তথ্য নিশ্চিত করেন আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ।
বিস্ফোরণে নিহতরা হলেন মফিজ উদ্দিন (৭০) ও তার পুত্রবধূ জয়নাব বেগম।আহতরা হলেন একই পরিবারের কামাল, নেসার ও বুলবুলি।তথ্যমতে জানাযায়-মফিজ উদ্দিন কয়েকদিন আগে নিজ বাড়িতে পড়ে গিয়ে কমরে ব্যথা পান।পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসা শেষে পরিবারের সঙ্গে বাড়ি ফিরছিলেন মফিজ বৃহস্পতিবার দুপুরে একটি অ্যাম্বুলেন্সে করে।ফেরার পথে অ্যাম্বুলেন্সটির সিলিন্ডার বিস্ফোরিত হয় আনোয়ারা উপজেলার চাতুরী বাজার নামক এলাকায়।দুইজন নিহত হন এই সময় ঘটনাস্থলেই।জানা গেছে আহতদের চমেক হাসপাতালে নেওয়া হয়েছে।