Home / ঢাকা / আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের পর হিরো আলম ফেসবুক লাইভে যা বললেন।।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্যের পর হিরো আলম ফেসবুক লাইভে যা বললেন।।

অনলাইন ডেস্ক :    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন,জাতীয় সংসদকে খাটো করতে বিএনপি মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে উপনির্বাচনে প্রার্থী করেছিল।তার এ বক্তব্যের পর বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে অল্প ভোটে হেরে যাওয়া এই স্বতন্ত্র প্রার্থী (একতারা প্রতীক) শনিবার রাত ৯টায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন।

মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বগুড়া-৬ আসনে জামানত হারালেও বগুড়া-৪-এ তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন।১৪-দলীয় জোটের অন্যতম শরিক জাসদের এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে তিনি ৮৩৪ ভোটে হেরে যান।হিরো আলম এরপর অভিযোগ করেন,ভোটের ফলাফলে কারচুপি করে তাঁকে হারিয়ে দেওয়া হয়েছে।

হিরো আলম লাইভে বলেন,গত ২-৩ দিন ধরে কিছু দল আমাকে নিয়ে কিছু কথা-বার্তা বলছে।যেমন-আজকে দেখলাম আওয়ামী লীগের আমাদের নেতা ওবায়দুল কাদের স্যার আজকে হিরো আলমকে নিয়ে কিছু মন্তব্য করেছেন যে,বিএনপি নাকি আমাকে দাঁড় করিয়েছে।আমার কথা বিএনপি কেন আমাকে দাঁড় করিয়ে দেবে?ভোটের দিন বিএনপির কেউ আমার পাশে ছিল?আপনারা কেউ দেখেছেন?আমি স্বতন্ত্ৰ প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি।আমাকে কেউ দাঁড় করিয়ে দেয়নি।

মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম বলেন,অন্যদিকে,বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারও বলছেন,এই সরকার নাকি অসহায় হয়ে গেছে।এই সরকার অসহায় হয়েছে কি না জানি না।তবে আমি আলম যে অসহায় হয়ে গেছি,এই প্রশ্নের জবাব কে দেবে?আমার ভোটের ফলাফল যে কেড়ে নেওয়া হলো,এ প্রশ্নের জবাব কে দেবে?আমি কার কাছে বিচার দেব?আমি যাদের কাছে বিচার দিচ্ছি তারা তো বিচারের কোনো ফলাফল দিচ্ছে না। প্রধানমন্ত্রীর কাছে বলব।সবার বিচারই তো আপনি করেন,আমাদের বাংলাদেশের পুরো বিচার।তাই আমিও আপনার কাছে বিচার দিলাম যে,আমার ভোট সুষ্ঠু মতো হলো,কিন্তু আমার ভোটের ফলাফল সুষ্ঠু মতো রায় দেওয়া হলো না কেন?আমি এর বিচার চাই,তিনি যোগ করেন।

হিরো আলম বলেন,আর একটা বিষয় ওবায়দুল কাদের স্যার বলেছেন,হিরো আলম এখন জিরো হয়ে গেছে।এটা ভুল বলেছেন।হিরোকে কেউ কোনোদিন জিরো বানাতে পারে না।হিরো হিরোই থাকে।কারণ আমাকে কেউ জিরো বানাতে পারেনি,পারবেও না।এটা আপনি ভুল বলেছেন।হিরো আলম হিরোই আছে।হিরোকে যারা জিরো বানাতে এসেছে,তারাই জিরো হয়েছে।হিরো আলম বলেন,হিরো আলম কোনো দলের সঙ্গে জড়িত না।না বিএনপি, না আওয়ামী লীগ,না অন্য কোনো দল।তাই আমাকে নিয়ে কোনো দল বেশি মাতামাতি করবেন না।তা আমি চাই না।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ শনিবার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর কামরাঙ্গীরচর সরকারি হাসপাতাল মাঠে বিএনপি-জামায়াতের সন্ত্রাস,জঙ্গিবাদ,নৈরাজ্য,অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে শান্তি সমাবেশ করে।আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এতে বক্তব্য দিতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন,ফখরুল সাহেব বললেন,রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে।হায়রে মায়া-হিরো আলমের জন্য এত দরদ উঠল তাঁর।তিনি ভেবেছিলেন,হিরো আলম জিতে যাবে।কিন্তু হিরো আলম এখন জিরো হয়ে গেছে।হিরো আলমকে বিএনপি নির্বাচনে দাঁড় করিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন,তারা সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে।অবশেষে ফখরুলের স্বপ্ন ভঙ্গ হয়েছে।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

রমজানের রোজা পালনের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল।।

লেখক : আলহাজ্ব এ,টি,এম,মোফাখখারুল ইসলাম আকন্দ-বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ,সমাজসেবক,শিক্ষানুরাগী ও ব্যাবসায়ি। অনলাইন ডেস্ক :    বিসমিল্লাহির রাহমানির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *