অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আওয়ামী লীগ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।তিনি এ কথা বলেন,বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকায় নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধনকালে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিস্পত্তি করার পরামর্শ দেন।তিনি জানান,সব কারগারে ভার্চুয়াল কোর্ট ভবন নির্মাণ করা উচিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,আমি,আমার ছোট বোন রেহানা।আমাদের কিন্তু বিচার চাওয়ার অধিকার ছিল না।বিচার চাইতে পারি নাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,রেহানার পাসপোর্ট দেয়নি।পাসপোর্টের মেয়াদ শেষ।সেটা রিনিউ করে দেয়নি।আমাদের বিচারের বাণী নিভৃতে কেঁদেছে।
বিশেষ অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। *ছবি-তথ্য সংগ্রহকরা*