Home / ঢাকা / আগামীকাল থেকে ঢাকা,ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেড়ে যাবে বৃষ্টিপাতের পরিমাণ।।

আগামীকাল থেকে ঢাকা,ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেড়ে যাবে বৃষ্টিপাতের পরিমাণ।।

অনলাইন ডেস্ক :         ঘূর্ণিঝড় মোখা উপকূলের আরও কাছে চলে এসেছে।আবহাওয়া অধিদপ্তর এর আগে জানিয়েছিল বিকাল ৩টায় সাইক্লোন বডি স্থলভাগ স্পর্শ করবে।ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আগামীকাল থেকে ঢাকা,ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান রোববার (১৪ মে) সকালে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। 

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন,আগামীকাল থেকে ঢাকা,ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে।চট্টগ্রাম এবং এই অঞ্চলে আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে।সাইক্লোনের বডি আমাদের উপকূল থেকে দূরে এবং মিয়ানমারের দিকে অগ্রসর হচ্ছে,তাই সব এনার্জি সেন্টারের দিকে পুঞ্জিভূত হচ্ছে।যে কারণে দেশে বৃষ্টিপাত কমে গেছে।সাইক্লোনের বডি যখন স্থলভাগে উঠে যাবে তারপরে বৃষ্টিপাত বাংলাদেশে বেড়ে যাবে।

About admin

Check Also

মাত্র ২ হাজার টাকার জন্য চলন্ত মোটরসাইকেল থেকে বন্ধুকে গলাকেটে হত্যার চেষ্টা দুই বন্ধুর।।

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীর আলম (২৭) নামের এক যুবককে মাত্র ২ হাজার টাকার জন্য চলন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *