Home / বিনোদন / আগামী ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১।।

আগামী ৯ মার্চ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১।।

অনলাইন ডেস্ক :           আগামী ৯ মার্চ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১-এর আসর বসবে।এ আয়োজনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করছে।

বিটিভির মহাপরিচালক ড. সৈয়দা তাসমিনা আহমেদ (অতিরিক্ত) জানিয়েছেন,প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে।জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই অনুষ্ঠানটি ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া উপস্থাপনা করবেন।

আয়োজন শুরু হবে ওয়ার্দা রিহাবের পাঁচ মিনিটের একটি নৃত্যানুষ্ঠান দিয়ে।‘বঙ্গবন্ধু’কে নিয়ে রয়েছে তার পরিবেশনা।তারকা এই শিল্পীরা বেদের মেয়ে জোস্‌না আমায় কথা দিয়েছ,জীবনের গল্প আছে বাকি অল্প,পীচ ঢালা এই পথটারে ভালোবেসেছি সহ একাধিক গানের সঙ্গে নৃত্যে অংশ নেবেন।থাকছে অপু বিশ্বাস,নিপুণ আক্তার,পূজা চেরি,প্রার্থনা ফারদিন দীঘি,তমা মির্জা,জান্নাতুল ফেরদৌস ঐশী,সাইমন সাদিক,ইমন,নিরব ও জায়েদ খানের পরিবেশনা।নিকেতনে আজ ২৮ ফেব্রুয়ারি থেকে শিল্পীদের রিহার্সাল শুরু হবে।

পুরস্কার প্রদান আসরে গাইবেন মমতাজ বেগম,পার্থ বড়ূয়া,সাব্বির,নন্দিতা ও নিশিতা বড়ূয়া।

২০২১ সালে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেওয়া হবে।মুজিববর্ষের বিশেষ সিনেমার পুরস্কার পাচ্ছে টুঙ্গিপাড়ার মিয়া ভাই।যৌথভাবে ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর পেতে যাচ্ছেন আজীবন সম্মাননা।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

অনন্য মামুন পরিচালিত নতুন চলচ্চিত্র রেডিও।।

অনলাইন ডেস্ক :              নতুন চলচ্চিত্র-অনন্য মামুন পরিচালিত রেডিও।চলচ্চিত্রটি নির্মিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *