Home / আন্তর্জাতিক / আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ইলন মাস্ক।।

আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় ইলন মাস্ক।।

অনলাইন ডেস্ক :           আবারও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায়-ফরাসি বিলাসপণ্য কনগ্লোমারেট লুই ভিঁতো মোয়েত এনেসির চেয়ারম্যান ও সিইও আরনল্টকে পেছনে ফেলে টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক শীর্ষে উঠে এলেন।

মাস্কের মোট সম্পদ সোমবার পর্যন্ত ছিল প্রায় ১৮৭ বিলিয়ন মার্কিন ডলার,যা বার্নার্ড আর্নল্টের ১৮৫ দশমিক ৩ বিলিয়নের সম্পদকে ছাড়িয়ে গেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন সোমবার (২৭ ফেব্রুয়ারি) ব্লুমবার্গের বিলিয়নিয়ার রিয়েল টাইম ইনডেক্স চার্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জানিয়েছে।

ব্লুমবার্গের প্রতিবেদনে জানা গেছে,চলতি বছর টেসলার স্টকমূল্য বেড়েছে ৭০ শতাংশ।যদিও মাস্কের মোট সম্পদ গত বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ২০০ বিলিয়ন ডলারেরও বেশি হারিয়েছে।এ বিষয়টি সাম্প্রতিক ইতিহাসে সম্পদের সবচেয়ে বড় ক্ষতি হিসেবে বিবেচিত হয়েছে।

টুইটারের মালিকানা নিয়ে নেন গত বছরের শেষ নাগাদ ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে।তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক কর্মীকে চাকুরিচ্যুত করে ব্যাপক সমালোচনার জন্ম দেন।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

ইয়েমেনের উত্তর-পশ্চিম উপকূলে নৌকা ডুবে ২১ জনের মৃত্যু।।

অনলাইন ডেস্ক :                ইয়েমেনের উত্তর-পশ্চিম উপকূলে লোহিত সাগরে একটি নৌকা ডুবে গেলে ২১ জনের মৃত্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *