Home / খেলাধুলা / আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।।

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।।

অনলাইন ডেস্ক :          বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে।সিরিজ জয়ের সঙ্গে এই সিরিজে বাংলাদেশের অনেক প্রাপ্তি।টাইগাররা এই সিরিজে নিজেদের রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলায় মেতেছিল।

বাংলাদেশ দল প্রথম ওয়ানডে দিয়েই রেকর্ড ভাঙ্গা শুরু করেছিল।বাংলাদেশ প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ৩৩৮ রান সংগ্রহ করেছিল।যা ছিল বাংলাদেশের দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড।৩৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড।ফলে বাংলাদেশ ১৮৩ রানের বিশাল জয়ে সিরিজ শুরু করে।সেইসঙ্গে টাইগাররা সর্বোচ্চ রান ব্যবধানের জয়ের রেকর্ড গড়ে।এরপর দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টিতে হয় পরিত্যক্ত।তবে বাংলাদেশ এই ম্যাচেও রেকর্ড গড়ে।টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মুশফিকের রেকর্ড ভাঙ্গা সেঞ্চুরিতে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ ৩৪৯ রানের বড় পুঁজি পায়।৬০ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির মালিক হন মুশফিক।সাকিব আল হাসান এর আগে বাংলাদেশের পক্ষে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন।

সাকিব আল হাসান ২০০৯ সালের ১১ আগস্ট বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন।সাকিবের সেই রেকর্ড ভেঙ্গে দেন মুশফিক।আর ৪৮ ঘণ্টার ব্যবধানে টাইগাররা নিজেদের সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়ে।আর তৃতীয় ও শেষ ওয়ানতে টস জিতে প্রথমে ব্যাট করে টাইগার পেসারদের বোলিং তোপে মাত্র ১০১ রানে আইরিশরা গুটিয়ে যায়।হাসান মাহমুদ ৫টি,তাসকিন আহমেদ ৩টি ও এবাদত হোসেন নেন ১টি উইকেট।পেসাররা এই প্রথম প্রতিপক্ষের সবগুলো উইকেট তুলে নিয়েছে।এরপর ১০২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে ২২১ বল হাতে রেখে ১০  বাংলাদেশ উইকেটের বিশাল জয় তুলে নেয়।বাংলাদেশের যা উইকেটের দিক থেকে সবচেয়ে বড় জয়।টাইগাররা এই প্রথম ১০ উইকেটে জয়ে স্বাদ গ্রহণ করে।বাংলাদেশের এর আগে পাঁচবার ৯ উইকেটে জয়ের রেকর্ড ছিল।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

রিয়াল মাদ্রিদ রদ্রিগোর জোড়া গোলে শিরোপা জিতেছে।।

অনলাইন ডেস্ক :           রিয়াল মদ্রিদের লা লিগায় ভালো সময় কাটছে না।শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *