সংবাদদাতা: মোঃ শান্ত মিয়া-সাভার।
অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়ার ইটখোলা এলাকা থেকে দেশীয় প্রজাতির ৭১০টি টিয়া, মুনিয়া ও ঘুঘু পাখি উদ্ধারসহ চারজনকে আটক করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
তাদেরকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
উদ্ধার পাখিগুলোকে শুক্রবার (৬ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এনে খাঁচা থেকে অবমুক্ত করা হয়।
র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম উপস্থিত গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান।
তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ী দেশীয় বিপন্ন প্রজাতির পাখি ক্রয়, বিক্রয়, সংরক্ষণ ও শিকার করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একটি সংঘবদ্ধ চক্র বগুড়া ও উপকূলীয় এলাকা থেকে নিয়ে এসে বেশকিছু দিন ধরে ব্যবসা করছে।
সারোয়ার আলম বলেন, এর আগেও আমরা বড় অপারেশন করেছি এবং বেশকিছু লোককে শাস্তির আওতায় আনা হয়েছে। এরপরও চক্রটি অবৈধভাবে এ ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সংঘবদ্ধ চক্রটিকে ধরতে বনবিভাগ ও র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। বিপন্ন প্রজাতির প্রাণী যেখানেই বিক্রি হোক জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।