Home / জাতীয় / ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার।।

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার।।

অনলাইন ডেস্ক :            জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-বাহরাইনের রাজধানী মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) অ্যাসেম্বলিতে অংশগ্রহণ শেষে বৃহস্পতিবার রাতে দেশে ফিরেছেন। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গত ১১ থেকে ১৫ মার্চ মানামায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ১৪৬ তম অ্যাসেম্বলি এবং আইপিইউ’র সংশ্লিষ্ট সভা উপলক্ষে বাহরাইনের রাজধানী মানামায় অবস্থান করেন।সফরকালে তিনি প্রোমোটিং পিসফুল কো-এক্সিসটেন্স এন্ড ইনক্লুসিভ সোসাইটিজ: ফাইটিং ইনটোলারেন্স’ শীর্ষক জেনারেল বিতর্কে অংশগ্রহণ করেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-আইপিইউ সম্মেলন ছাড়াও অস্ট্রেলিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকার মিলটন ডিক এবং ভারতীয় লোকসভার স্পিকার ওম বিরলার সাথে সাক্ষাৎ করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে স্বাগত জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অ্যাসেম্বলিতে অংশ নেন।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি।।

অনলাইন ডেস্ক :        গণহত্যা দিবস ২৫ মার্চ।দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *