
অনলাইন ডেস্ক : আজ বুধবার ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের এক পুলিশ স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।নিহত হয়েছেন এতে অন্তত একজন।আরও অনেকে আহত হয়েছেন।দেশটির পুলিশ জানিয়েছে,এক ব্যক্তি ওই ভবনে ছুরি নিয়ে প্রবেশ করার কিছুক্ষণ পরে এই বিস্ফোরণ ঘটে।
মেট্রো টিভিকে বান্দুং পুলিশের কর্মকর্তা আসউইন সিপায়ুং জানিয়েছেন,সকাল ৮টা ২০ মিনিটে ছুরি হাতে ওই ব্যক্তি পুলিশ ভবনে প্রবেশ করার পরই বিস্ফোরণটি ঘটে।
এক নিউজ ওয়েবসাইটকে দেশটির জাতীয় পুলিশের মুখপাত্র আহমেদ রামাদান বলেন,নিহত ব্যক্তি হামলার সন্দেহভাজন অপরাধী।মেট্রো টিভির ফুটেজে দেখা গেছে,বিস্ফোরণে পুলিশের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।মেঝেতে কিছু ধ্বংসাবশেষ জমা হয়ে আছে এবং ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান,তারা বিশাল বিস্ফোরণের শব্দ শুনেছেন।তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।এই ঘটনার তদন্ত চলছে।
ছবি: সংগৃহীত