Home / বিবিধ / ইন্দো-বাংলা-নেপাল আন্তর্জাতিক জার্নালিস্ট কনফারেন্সে আমন্ত্রণ পেলেন সাংবাদিক মোস্তফা খান।।

ইন্দো-বাংলা-নেপাল আন্তর্জাতিক জার্নালিস্ট কনফারেন্সে আমন্ত্রণ পেলেন সাংবাদিক মোস্তফা খান।।

অনলাইন ডেস্ক :   ইন্দো- বাংলা- নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্স-২০২৩ এ আমন্ত্রণ পেলেন নরসিংদী রায়পুরার কৃতিসন্তান সাংবাদিক মো. মোস্তফা খান।

চলতি মাসের ১৭ মে ভারতের উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী তাজমহল খ্যাত আগ্রা শহরে ফাইভ স্টার হোটেল ক্লাক সিরাজ এর হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

জানা যায়,আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্সে বাংলাদেশ, ভারত,নেপাল ও ভুটানসহ সার্কভুক্ত বিভিন্ন দেশ থেকে প্রায় ৩ শতাধিক সাংবাদিক যোগ দিবেন।এই কনফারেন্সে বাংলাদেশ থেকে সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টার থেকে ১০ জন সাংবাদিক আমন্ত্রণ পেয়েছেন।এরমধ্যে একজন নরসিংদীর রায়পুরার কৃতি সন্তান সাংবাদিক মোঃ মোস্তফা খান।

বাংলাদেশ থেকে সার্ক জার্নালিস্ট ফোরাম সেন্ট্রাল কমিটির সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান,সার্ক জার্নালিস্ট ফোরাম বাংলাদেশ চ্যাপ্টারের জেনারেল সেক্রেটারী নাজমা সুলতানা নীলাসহ বাংলাদেশ চ্যাপ্টার থেকে লায়ন এ জেড মাইনুল ইসলাম,তপু ঘোষাল, মোঃ মোস্তফা খান,নাসির উদ্দিন আল মামুন, মজিদা খানম,বাবুল বিশ্বাস,আখতার রহমান,আফছার আলী সরকার ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক এই কনফারেন্সে যোগদান করিবেন।আমন্ত্রিত বাংলাদেশী সাংবাদিক আগ্রায় আন্তর্জাতিক কনফারেন্সে যোগদানের উদ্দেশ্যে আগামী ১২ই মে ভারতের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিবেন।

সাংবাদিক মোঃ মোস্তফা খান আন্তর্জাতিক জার্নালিস্ট কনফারেন্সে সফল অংশ গ্রহন ও সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করার লক্ষ্যে তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করছেন।

                                              এক নজরে সাংবাদিক মো. মোস্তফা খান  :  

সাংবাদিক মো. মোস্তফা খান ১৯৮৪ সালের ২০ ফেব্রুয়ারী নরসিংদীর রায়পুরা উপজেলার (বর্তমান পৌরসভার ০৯নং ওয়ার্ড) তুলাতলী গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন।মোস্তফা খান সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলার গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।এলাকায় স্বেচ্ছাসেবক হিসেবেও তার খ্যাতি রয়েছে।

তিনি সাংবাদিকতায় বিশেষ অবদানের সিকৃতি স্বরুপ “হিউম্যান রাইটস পিস এ্যাওয়ার্ড-২০২১, বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল-২০২১,শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড- ২০২২,মুজিববর্ষ স্বাধীনতা সম্মাননা- ২০২২,জাতীয় যুব দিবস নজরুল সম্মাননা-২০২২ এ ভূষিত হন এবং জলবায়ু বিপর্যয় রোধে কাজের সিকৃতি স্বরুপ একতারা বিজয় উৎসব সম্মাননা স্বারক গ্রহন করেন।এছাড়াও তিনি সমাজসেবা মূলক বিভিন্ন কর্মকান্ডের সম্পৃক্ত থাকায় একাধিক সম্মাননা গ্রহন করেন।

সাংবাদিক মো. মোস্তফা খান ২০০৩ সালের প্রথম দিকে নরসিংদী থেকে প্রকাশিত দৈনিক গ্রামীণ দর্পণ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতায় পদার্পণ করেন।তিনি নরসিংদী সম্পাদক পরিষদ এর দ্বিতীয় মেয়াদে মনোনীত কোষাধ্যক্ষ, অনলাইন এডিটর্স কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, আলোকিত খবর ডটকম এর নির্বাহী সম্পাদক,খান আইটি হোস্ট ও চ্যানেল সিক্সটিন টিভি এবং জোনাকী টেলিভিশনের ম্যানেজিং ডিরেক্ট এর দায়িত্ব পালন করছেন।তিনি বৃহত্তর রায়পুরা প্রেসক্লাব এর সদ্য বিদায়ী সভাপতি।

সাংবাদিক মো. মোস্তফা খান এছাড়াও ২০০৭ থেকে দৈনিক বাংলাদেশ সময়,২০০৯ থেকে দৈনিক যায়যায়দিন, ২০১০ থেকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন,২০১২ থেকে দৈনিক ইত্তেফাক পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি, ২০২০ থেকে দৈনিক আমাদের কন্ঠের নরসিংদী জেলা প্রতিনিধি ও ২০২২ থেকে দৈনিক আজকের দর্পণ পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মো. মোস্তফা খান-বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক,বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের ঢাকা বিভাগীয় সহ-প্রধান স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে আসছেন।পাশাপাশি তিনি তুলাতলী মডেল হাইস্কুল এর পরিচালনা পরিষদের সদস্য ও ঐতিহ্যবাহী আদর্শ বিদ্যাপীঠ এর উপদেষ্টা পরিষদের সদস্য।

লায়ন বাংলা নিউজ ( http://www.lionbanglanewsbd24.com/) পরিবারের পক্ষ থেকে আমরা তার সুস্বাস্থ, সুখীময় জীবন,দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।

About admin

Check Also

মাত্র ২ হাজার টাকার জন্য চলন্ত মোটরসাইকেল থেকে বন্ধুকে গলাকেটে হত্যার চেষ্টা দুই বন্ধুর।।

অনলাইন ডেস্ক : জাহাঙ্গীর আলম (২৭) নামের এক যুবককে মাত্র ২ হাজার টাকার জন্য চলন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *