Home / আন্তর্জাতিক / ইমরান খানের বক্তব্য এবং সংবাদ সম্মেলন সম্প্রচারে নিষেধাজ্ঞা।।

ইমরান খানের বক্তব্য এবং সংবাদ সম্মেলন সম্প্রচারে নিষেধাজ্ঞা।।

অনলাইন ডেস্ক :    টেলিভিশন চ্যানেলগুলোর বিরুদ্ধে মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের বক্তব্য এবং সংবাদ সম্মেলন সম্প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে।

দেশটির মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)এর আগে দক্ষিণ এশিয়ার এই দেশটির সকল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে  ইমরান খানের বক্তৃতা সম্প্রচার নিষিদ্ধ করে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন সোমবার (৬ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়,ইমরান খানের বক্তব্য প্রচার করার প্রায় দু’ঘন্টার মধ্যে নিয়ন্ত্রক সংস্থা এআরওয়াই নিউজের লাইসেন্স সাসপেন্ড করেছে।সোমবার তার বিরুদ্ধে জামিন আবেদন প্রত্যাখ্যান করে জেলা ও দায়রা জজ কোর্ট।

প্রতিবেদনে দ্য ডন বলছে,পাকিস্তানের সকল স্যাটেলাইট টিভি চ্যানেলে ইমরান খানের বক্তৃতা এবং প্রেস টক সম্প্রচার ও পুনঃপ্রচারের ওপর এটি তৃতীয় দফায় আরোপিত কোনও নিষেধাজ্ঞা।যদিও এই ধরনের প্রথম নিষেধাজ্ঞাটি ইসলামাবাদ হাইকোর্ট গত বছরের ৬ সেপ্টেম্বর বাতিল করেছিল এবং অন্যটি নিষেধাজ্ঞা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সরকারের পক্ষ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল।

আদেশে বলা হয়েছে,নির্দেশনা অমান্য করলে জনস্বার্থে কোনো কারণ দর্শানোর নোটিশ ছাড়াই পিইএমআরএ অধ্যাদেশ ২০০২ এর ধারা ৩০ এর অধীনে লাইসেন্স স্থগিত করবে।

পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরী পিইএমআরএ’র এই পদক্ষেপকে ইমরানের কণ্ঠস্বরকে স্তব্ধ করার একটি প্রচেষ্টা বলে অভিহিত করেছেন এবং এটিকে আইনিভাবে আদালতে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছেন।তিনি একইসঙ্গে পাকিস্তানের সকল মিডিয়াকেও একই কাজ করা আহ্বান জানিয়েছেন।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

ইয়েমেনের উত্তর-পশ্চিম উপকূলে নৌকা ডুবে ২১ জনের মৃত্যু।।

অনলাইন ডেস্ক :                ইয়েমেনের উত্তর-পশ্চিম উপকূলে লোহিত সাগরে একটি নৌকা ডুবে গেলে ২১ জনের মৃত্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *