Home / আন্তর্জাতিক / ইয়েমেনের উত্তর-পশ্চিম উপকূলে নৌকা ডুবে ২১ জনের মৃত্যু।।

ইয়েমেনের উত্তর-পশ্চিম উপকূলে নৌকা ডুবে ২১ জনের মৃত্যু।।

অনলাইন ডেস্ক :                ইয়েমেনের উত্তর-পশ্চিম উপকূলে লোহিত সাগরে একটি নৌকা ডুবে গেলে ২১ জনের মৃত্যু হয়।এদের অধিকাংশ মহিলা ও শিশু।নৌকাটিতে ২৭ জন যাত্রী ছিল।

মঙ্গলবার (৭ মার্চ) স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানিয়েছে।খবর সিনহুয়ার।

সিনহুয়াকে জেলা পরিষদের কর্মকর্তা আকরাম আল-আহদাল বলেন,মঙ্গলবার বিকেলে বন্দর নগরী হোদেইদাহ’র উত্তরাঞ্চলের আলুহেয়াহ জেলার উপকূলে এ দুর্ঘটনা ঘটে।ওই কর্মকর্তা বলেন,যাত্রীরা এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আলুহেয়াহ থেকে লোহিত সাগরের বৃহত্তম ইয়েমেনি দ্বীপ কামারান দ্বীপে যাচ্ছিল।তারা সকলেই স্থানীয় গ্রামবাসী।

তিনি আরো জানান,নিহতদের মধ্যে ১২ জন মহিলা,৭ শিশু ও পুরুষ রয়েছে ২ জন।তিনি জানান,এ দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া ৬ জনকে প্রাথমিক চিকিৎসার জন্য হোদেইদাহ শহরের আল-থাওরা হাসপাতালে নেওয়া হয়েছে।সম্ভবত ঝড়ো হাওয়ার কারণে এ নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটে বলে উল্লেখ করেন তিনি।২০১৪ সালের অক্টোবর থেকে কামরান দ্বীপ ও হোদেইদাহ বন্দর হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

সংগৃহীত প্রতীকী ছবি

About admin

Check Also

ইমরান খানের বক্তব্য এবং সংবাদ সম্মেলন সম্প্রচারে নিষেধাজ্ঞা।।

অনলাইন ডেস্ক :    টেলিভিশন চ্যানেলগুলোর বিরুদ্ধে মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *