Home / বিবিধ / ইয়াবা সেবনের ভিডিও ফাঁস- ভাইরাল।।

ইয়াবা সেবনের ভিডিও ফাঁস- ভাইরাল।।

অনলাইন ডেস্ক: ইয়াবা সেবনের ভিডিও ফাঁস হয়েছে যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুজ্জামানসহ দুই কর্মকর্তার।সম্প্রতি দ্রুত তা ভাইরাল হয় তাদের ইয়াবা সেবনের ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর।ভিডিওতে দেখা যাচ্ছে,খালি গায়ে পিয়ালের গাড়ি সার্ভিসিং’র গ্যারেজে তাস খেলছেন কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুজ্জামান ও এসআই ইকবাল হোসেনসহ আরও একজন।এরই ফাঁকে এসআই আমির ইয়াবা সেবন করছেন।ইয়াবা সেবনের ছবি দুটিও এই পুলিশ কর্মকর্তার।

জানাযায়,যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুজ্জামান যশোর শহরের উপশহর বাবলাতলা এলাকার পিয়ালের গাড়ি সার্ভিসিং’র গ্যারেজে মাঝেমধ্যেই আসর বসান।হাতেগোনা কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে বিভিন্ন সময় সেখানে রাতের বেলায় অবস্থান করেন।এই সময় ইয়াবা সেবন ও তাসখেলার আসর জমে ওঠে সেখানে।সেই ইয়াবা সেবন ও তাস খেলার একটি ভিডিও ও ছবি ফাঁস হয়ে গেছে সম্প্রতি।এখন বিভিন্ন মানুষের মোবাইল ফোনে ফোনে ঘুরছে ভিডিওটি।

তথ্যমতে-এসআই আমিরুজ্জামান অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের বলেন,ভিডিও কিসে ফাঁস হয়েছে?এই প্রথম আপনার কাছে শুনলাম।আমি দেখি।পরে আপনাকে জানাচ্ছি খোঁজ নিয়ে।যশোরের পুলিশ সুপার মঈনুল হক এই প্রসঙ্গে বলেন,আমার কাছে কোনো তথ্য নেই দুই পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও কিংবা ছবি ফাঁসের।অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে তারা জড়িত থাকলে।

বি: দ্র: ছবি সংগ্রহকরা

About admin

Check Also

সাত দিনের রিমান্ডে হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক।।

অনলাইন ডেস্ক :    হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতারের পর আদালত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *