অনলাইন ডেস্ক: ই-পাসপোর্ট চালু করা হবে চলতি মাসের যে কোনো সময়।এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।উদ্বোধন হবে এই মাসেই,নির্ভর করছে সেটা প্রধানমন্ত্রীর সময়ের ওপর।জানিয়েছেন,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।তিনি একথা বলেছেন,বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময়কালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার দুপুরে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,একটি ঐতিহাসিক কাজ ই-পাসপোর্ট।কাজ করছে জার্মানির একটি খ্যাতনামা প্রতিষ্ঠান।কাজ গুছিয়ে এনেছেন তারা।আমরা ই-পাসপোর্ট চালু করতে পারব জুলাইয়ের যে কোনো সময়ে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন,এমআরপি পাসপোর্ট তুলে দিয়েছি দেশের ২ লাখ ৬০ হাজার মানুষের হাতে এর আগে আমরা।আমরা মানুষের হাতে তুলে দিতে পারব ই-পাসপোর্টও।ফুল দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয় বিএসআরএফ এর পক্ষ থেকে।
(বি:দ্র: ফাইল ছবি -তথ্য সংগ্রহকরা)