Home / বিনোদন / ঈদের জন্য প্রতিবছরের মতো নির্মিত হচ্ছে ইত্যাদি’র বিশেষ পর্ব।।

ঈদের জন্য প্রতিবছরের মতো নির্মিত হচ্ছে ইত্যাদি’র বিশেষ পর্ব।।

অনলাইন ডেস্ক :          এবারের ঈদের জন্য প্রতিবছরের মতো নির্মিত হচ্ছে ইত্যাদি’র বিশেষ পর্ব।যাতে দর্শকদের আনন্দ বাড়িয়ে দিতে বেশকিছু চমক বরাবরের মতোই থাকছে।সেই তালিকার ভেতর একটি বিশেষ পর্ব হচ্ছে দেশাত্মবোধক গান।

জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন এবারের ঈদ ইত্যাদির ‘দেশের গানটি’তে কণ্ঠ দিয়েছেন।আর ইত্যাদির আমন্ত্রণে এই গানের চিত্রায়নে আমাদের ক্রীড়া জগতের গৌরব বাংলাদেশ নারী ফুটবল দল এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল সাবিনা ইয়াসমিনের সঙ্গে অংশ নিয়েছেন।মফস্বল ও প্রান্তিক জনগোষ্ঠী থেকে এসে কঠোর লড়াই-সংগ্রাম করে নিজেদের অবস্থান তৈরি করেছেন এই নারী ক্রীড়াবিদদের অনেকেই।সামাজিক ও পারিপার্শ্বিক বৈরিতাসহ নানা প্রতিকূলতাকে জয় করে দেশের জন্য অনেক বিরল সম্মান বয়ে এনেছেন।

জানা যায়,অত্যন্ত আন্তরিকতার সাথে গানটির ধারণ কাজে খেলোয়াড়দের সবাই সহযোগিতা করেছেন।গানটি ধারণ করা হয় মিরপুর ইনডোর স্টেডিয়ামে কয়েক হাজার দর্শকের স্বতঃস্ফূর্ত করতালির মধ্য দিয়ে। খেলোয়াড়দের দেখে পুরো স্টেডিয়াম জুড়ে দর্শকরা বাংলাদেশ-বাংলাদেশ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।পতাকার লাল সুর্যটা মাগো,প্রতিটি হৃদয়ে জ্বেলে দাও শিরোনামে গানটির কথা লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান,সুর ও সংগীত পরিচালনা করেছেন আকাশ মাহমুদ।

ইত্যাদির প্রতিটি গানই অনুষ্ঠানের মূল পরিকল্পনার সঙ্গে সংগতি রেখে নতুন কথা,নতুন সুরে তৈরি করা হয় বলে প্রতিটি গানই হয় বৈচিত্র্যময় ও আলাদা স্বাদের।আর তাই দর্শকরা এসব গানে খুঁজে পান নতুনত্ব।শতাধিক নৃত্যশিল্পী গানটির চিত্রায়নে শিল্পী ও খেলোয়াড়দের সঙ্গে কোরিওগ্রাফিতে অংশ নিয়েছে।কোরিওগ্রাফি করেছেন মনিরুল ইসলাম মুকুল।হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত গানটির চিত্রায়ন,কথা ও সুরের ভিন্নতা, শিল্পী সাবিনা ইয়াসমিনের কণ্ঠ মাধুর্য,নারী খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ,নৃত্যশিল্পীদের চমকপ্রদ কোরিওগ্রাফি,স্টেডিয়ামে উপস্থিত কয়েক হাজার দর্শকের করতালি আর বাংলাদেশ বাংলাদেশ ধ্বনি-সব মিলিয়ে এবারের ঈদ ইত্যাদিতে গানটি ভিন্নরকম আবহ সৃষ্টি করেছে,এনেছে ভিন্নমাত্রা।

ইত্যাদি রচনা,পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।ইত্যাদির এ বিশেষ পর্বটি ঈদের পরদিন একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এর ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

রাহাত ফতেহ আলী খানের গানের‘রিমেক’আনছেন রনি।।

সংবাদদাতা: মোঃ শান্ত খান-সাভার। অনলাইন ডেস্ক :       কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খানের অন্যতম বিখ্যাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *