অনলাইন ডেস্ক: গাড়ির ভেতরে আরমান (৩৭) নামে এক উবার চালককে গলাকেটে হত্যা করা হয়েছে রাজধানীর উত্তরায়।তার লাশ উদ্ধার করা হয়,বৃহস্পতিবার রাতে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৫২ নম্বর বাসার সামনে থেকে।পাবনার ঈশ্বরদী থানার ফতে মোহাম্মদপুরের মৃত আব্দুল আব্দুল হাকিমের ছেলে আরমান।তিনি ভাড়া থাকতেন,মিরপুরের ১১ নম্বরে ১২ নম্বর সড়কের ৭ নম্বর লেনের ১৬ নম্বর বাড়িতে।তথ্যমতে-মুশফিকুর রহমান উত্তরা পশ্চিম থানার এসআই বলেন,স্থানীয়রা থানায় খবর দেন ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের ৫২ নম্বর বাসার সামনে একটি গাড়িতে লাশ দেখে।প্রাইভেটকারের ড্রাইভিং সিট থেকে এক যুবকের লাশ উদ্ধার করা করা হয় খবর পেয়ে।তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে ড্রাইভিং লাইসেন্স দেখে।তথ্যমতে-তিনি আরো বলেন,গাড়িতেই তাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।তাকে হত্যা করা হতে পারে প্রাইভেটকার ছিনতাই করার উদ্দেশে।পুলিশ তদন্ত করছে এ ঘটনায়।বিস্তারিত জানা যাবে তদন্ত শেষে।
(বি:দ্র:ছবি-তথ্য সংগ্রহকরা)