Home / রাজনীতি / এই সরকারের সময় কখন শেষ হবে তা নির্ধারণ করবে এ দেশের জনগণ-ওবায়দুল কাদের।।

এই সরকারের সময় কখন শেষ হবে তা নির্ধারণ করবে এ দেশের জনগণ-ওবায়দুল কাদের।।

অনলাইন ডেস্ক :    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি-বিএনপির সরকার পতনের ঝড় লন্ডন থেকে না ঠাকুরগাঁও থেকে আসবে তার দিনক্ষণ প্রকাশ করতে মির্জা ফখরুল ইসলামের প্রতি আহ্বান জানিয়েছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শনিবার (২০ মে) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী ওলামা লীগের প্রথম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন,সরকারকে কবে বিদায় নিতে হবে-তার দিনক্ষণ জানা থাকলে বিদায় নিতে একটি প্রস্তুতিও নিতে পারবে সরকার।বিএনপি’র পক্ষ থেকে প্রতিদিনই বলা হচ্ছে যে-সরকারের সময় শেষ।তাই,দলের সাধারণ সম্পাদক হিসেবে আমি মির্জা ফখরুলের কাছে জানতে চাই দিনটা কখন। গত ১০ বছর ধরেই এই কথা শুনে আসছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন,এই সরকারের সময় কখন শেষ হবে তা নির্ধারণ করবে এ দেশের জনগণ।এ দেশের নেতৃত্ব আগামী দিনে কারা দেবে,তাও এ দেশের জনগণ ঠিক করবে।আওয়ামী লীগকে কচুপাতার ওপর ভোরের শিশির বিন্দু মনে করলে বিএনপি ভুল করবে।মানুষ মনে করে,শেখ হাসিনা ক্ষমতায় থাকলে পথ হারাবে না বাংলাদেশ।ওবায়দুল কাদের বলেন,বিএনপি আছে সরকার পতনের আন্দোলন নিয়ে,আর আমরা আছি জানমাল রক্ষার আন্দোলন নিয়ে।আমাদের তার জন্য শান্তি সমাবেশ করতে হচ্ছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন,শেখ হাসিনা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করেছেন।আমরা এখন একটি সংকটের মধ্যে আছি।যেটা আমাদের সৃষ্টি নয়।করোনা মহামারি সামলানোর পর যুদ্ধ শুরু হয়।ফলে জ্বালানি ও ডলারের দাম বেড়ে যায়।বেড়ে যায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও।অনেক পণ্যই বাইরে থেকে আমদানি করে আনতে হয়।কিছু পণ্য আনা কমিয়ে দিলে মানুষের কষ্ট বাড়বে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন,শেখ হাসিনার মতো নেত্রী আছে বলেই,পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে।একটি দল তাকে নিয়ে অপপ্রচার করে যাচ্ছে।অথচ সারা দুনিয়া তাকে নিয়ে প্রশংসা করছে।তিনি থাকলে দেশ পথ হারাবে না।

সম্মেলনে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের আহ্বায়ক ড. কে এম মোমেন সিরাজীর সভাপতিত্বে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

 ছবি: মন্ত্রীর ফেসবুক থেকে সংগৃহীত।

About admin

Check Also

১০ দাবি নিয়ে রাজধানীতে বিএনপির জনসমাবেশ।।

অনলাইন ডেস্ক :    ঢাকা মহানগরসহ দেশের ১৫ জেলা ও মহানগরে সরকারের পদত্যাগ,নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *