Home / খেলাধুলা / এখন ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি সরব হচ্ছে মিডিয়া-পাপন।।

এখন ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি সরব হচ্ছে মিডিয়া-পাপন।।

অনলাইন ডেস্ক   খুব একটা দূরে নেই বিশ্বকাপ।ওয়ানডে বিশ্বকাপ অক্টোবরেই ভারতে বসবে।দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের এবারের প্রতিযোগিতায় ভালো করার সুযোগ আছে।সেজন্যই সম্ভাব্য বিশ্বকাপ দল নিয়ে আলোচনা সর্বত্র।বিশেষ করে,সাত নম্বরে কে ব্যাট করবেন,তা নিয়েই কৌতূহল বেশি।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বিষয়টা বেশ উপভোগ করছেন।এতটাই যে,তিনি রসিকতা করে সাংবাদিকদের বিশ্বকাপ একাদশ করতে বললেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে এসেছিলেন।সেখানেই সংবাদমাধ্যমের জানার আগ্রহ ছিল,বিশ্বকাপে সাত নম্বরে ব্যাট করবেন কে?তখনই পাপনের রসিকতা,এখন ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি সরব হচ্ছে মিডিয়া।এটাতে আমরা খুশি।আপনারা (সাংবাদিকরা) এত বেশি সম্পৃক্ত এটা আমাদেরও সাহায্য করে।

সোশাল মিডিয়া নিয়েও আমরা খুশি।কিন্তু ওখানে মনে হয়েছে ক্রিকেট নিয়ে অনেকের কোনও ধারণাই নেই।মন্তব্য করেই যাচ্ছেসঙ্গে যোগ করেছেন,আপনারা এখানে যারা আছেন,তারা ক্রিকেট সম্পর্কে প্রত্যেকেই আমার চেয়ে বেশি জানেনএমন বহু লোক আছে।আমি চিন্তা করছি আপনাদের কাছে নাম চাইবো যেসেরা একাদশ তৈরি করে দেন।তারপর দেখি আপনারা কী বলেন।এটা হলে ভালো হয় না? জানতে তো পারলাম।আপনারা কী মনে করেন কাকে খেলানো উচিত।

বিসিবি প্রধান এরপর দল নিয়ে নিজের ধারণার কথাও জানালেন,তামিম,লিটন,শান্ত,হৃদয়,মুশফিক,সাকিবএই ছয়জনের মধ্যে কাউকে তো আপনারা বাদ দেবেন বলে মনে হয় না।ওপেনিংয়ে নাঈম শেখ বিজয় ভালো পারফর্ম করছে,তারাও আসতে পারে।কে আসবে আমি জানি না।আমার পর্যবেক্ষণ বললাম।আমার ধারণা ওপেনিংয়ে (বাড়তি) একজনকে তারা নেবে।ইনজুরির জন্য ব্যাকআপ লাগবে 

ছবি: সংগৃহীত

About admin

Check Also

বঙ্গবন্ধু ইয়ুথ ও জুনিয়র হ্যান্ডবল ট্রফিটুর্নামেন্টের লোগো উন্মোচন।।

অনলাইন ডেস্ক :           হ্যান্ডবলের আন্তর্জাতিক আসর ৪ জাতির বঙ্গবন্ধু আইএইচএফ ট্রফি নারী (ইয়ুথ ও জুনিয়র) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *