অনলাইন ডেস্ক: গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম গনতান্ত্রিক জোট আহুত ৭ জুলাই হরতালের প্রতি সমর্থন জ্ঞাপন করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ও মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা বলেন, জনগনের পকেট কাটার জন্যই সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে।
শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ সমর্থন জ্ঞাপন করেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে ক্ষতিগ্রস্ত হবে শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ সকল অর্থনৈতিক খাত। শিল্পপতি ও ব্যবসায়ীরা গ্যাসের অতিরিক্ত খরচ পোষানোর জন্য তাদের উৎপাদিত পণ্যের মূল্য বৃদ্ধি করতে বাধ্য হবে। গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে শেষ পর্যন্ত সাধারণ জনগণই ক্ষতিগ্রস্ত হবে।
তারা বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি করায় বাসাবাড়ির ব্যবহৃত গ্যাসের ব্যয় বেড়ে যাবে। অল্প আয়ের মানুষরা তাদের পরিবার চালাতে হিমশিম খাবে।’ শিল্পপতিদের খুশি করতে নতুন করে সরকার গ্যাসের দাম বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেন তারা।
বিবৃতিতে তারা গ্যাসের মূল্যবৃদ্বির প্রতিবাদে ও মূল্য কমানোর দাবীতে ৭ জুলাই হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
(বি:দ্র: ছবি-তথ্য এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশনের উপদেষ্টা,মহাসচিব-এনডিপি মো: মঞ্জুর হোসেন ঈসা)