ঐ চাঁদ-টা আমায় এনে দাওনা– মো:আনিছুর রহমান –
(সাংবাদিক,লেখক,রাজনীতিবিদ,সংগঠক ও শিখ্যানুরাগী-সরিষাবাড়ি,জামালপুর)
অনলাইন ডেস্ক :
লক্ষীসোনা ধরে বায়না
ঐ চাঁদ-টা আমায় এনে দাওনা
মা-বাবা আর দাদা নানু
বলে ঐ চাঁদে গিয়ে ঘর বানাবো।
মা-জননী
তুমি আমার নয়ন-মণি
ঐ চাঁদ-টা তোমায় এনে দিবো
খেলবে সারাক্ষণ,তুই-যে মানিক ধন।
ওরে বাবা
বাবা বলে,ওরে সোনা
ঐ চাঁদে নিয়ে যাবো তোমায়
খেলবে তুমি চাঁদের সাথে
তখন দেখবো আমি নয়ন ভরে।
দাদু ভাই
ওরে ও দাদু ভাই
চলো চাঁদের বুকে পাড়ি জমাই
আসবো না আর ঘরে ফিরে
চাঁদেই রবো ঘর বানিয়ে।
নানু ওরে নানু
নানু এসেছে সব ছেড়ে’দে
ঐ চাঁদে যাবো তোমায় নিয়ে
খেলবো মোরা দু’জন মিলে
অনেক অনেক মজা হবে……