সংবাদদাতা: মোহাম্মদ আবু তৈয়ব,কক্সবাজার সদর। অনলাইন ডেস্ক: আজ কক্সবাজারের শহরের পান বাজার রোডে ঔষধের গোডাউন থেকে বিপুল পরিমান অনিবন্ধিত ঔষধ পাওয়ায় শ্যামলী প্লাস ফার্মেসীকে ড্রাগ আইন ১৯৪০ অনুসারে ৭৫০০০ টাকা এবং বাকী ৩ টি ফার্মেসিকে ১৫০০০ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ঔষধ বিনিষ্টের জন্য উপস্থিত ড্রাগ ইনস্পেক্টরকে নির্দেশ প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার ।
