অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে আরও ১৮ জনের। দেশে এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ৩৭৪ জন দাঁড়ালো।দেশে নতুন করে ৩৯৯ জন শনাক্তসহ মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৪৪ হাজার ১১৬ জন দাঁড়িয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনের ১০ জন পুরুষ ও নারী আটজন।গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৭৪৮ জনের।
এ তথ্য জানানো হয় মঙ্গলবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে।
স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,দেশে এ সময়ের মধ্যে ৮২৮ জন সুস্থ হয়েছেন।দেশে এ নিয়ে মোট ৪ লাখ ৯২ হাজার ৮৮৭ জন সুস্থ হয়েছেন।-প্রতীকী-ফাইল ছবি