Home / জাতীয় / করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু।।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৭ জনের মৃত্যু।।

অনলাইন ডেস্ক :    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। দেশে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৮৩৩ জনে দাঁড়াল।এছাড়া এই সময়ের মধ্যে নতুন করে আরও এক হাজার ৬৮২ জন শনাক্ত হয়েছেন।দেশে এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা সাত লাখ ৭০ হাজার ৮৪২ জন দাঁড়াল।

এসব তথ্য জানানো হয় শুক্রবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,দেশে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩২৯ জনের নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ১৩টি।নমুনা পরীক্ষার তুলনায় ৯ দশমিক ৮৯ শতাংশ শনাক্তের হার।দেশে এ পর্যন্ত মোট ৫৫ লাখ ৯৯ হাজার ২৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।মোট পরীক্ষার তুলনায় ১৩ দশমিক ৭৭ শতাংশ শনাক্তের হার।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৮ জন করোনামুক্ত হয়েছেন।দেশে এ পর্যন্ত মোট ৭ লাখ ৪ হাজার ৩৪১ জন সুস্থ হয়েছেন।মৃত ৩৭ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯,চট্টগ্রামে ১১,রাজশাহীতে ২,খুলনায় ১,বরিশাল ১,সিলেটে ২ এবং ময়মনসিংহে মারা গেছেন ১ জন।মৃত ৩৭ জনের মধ্যে পুরুষ ২৩ এবং নারী ১৪ জন।এদের মধ্যে একজন বাসায় মারা গেছেন।বাকিরা হাসপাতালে।বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে,দেশে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২০ জনেরই বয়স ৬০ বছরের বেশি।এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১১,৪১ থেকে ৫০ বছরের ৫ এবং একজন রয়েছেন ৩১ থেকে ৪০ বছরের।

প্রতীকী-ফাইল ছবি

About admin

Check Also

শিক্ষার্থীদের ডিজিটালি ক্লাস নিতে একটি সুনির্দিষ্ট টেলিভিশন চ্যানেল চালুর পরিকল্পনা-শিক্ষামন্ত্রী।।

অনলাইন ডেস্ক :    শিক্ষামন্ত্রী দীপু মনি সারা বছর শিক্ষার্থীদের ডিজিটালি ক্লাস নিতে একটি সুনির্দিষ্ট টেলিভিশন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *