Home / খেলাধুলা / কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি।।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি।।

অনলাইন ডেস্ক :     কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়ে নক-আউট পর্বও শেষ হয়ে গেলো।আর মাত্র ৭ ম্যাচের অপেক্ষা মরুর বুকে প্রথম বিশ্বকাপের সোনার ট্রফি কার হাতে উঠছে। 

ব্রাজিল,আর্জেন্টিনা,ফ্রান্স,ইংল্যান্ডের মতো হট ফেভারিট দলগুলো নক-আউট শেষে কোয়ার্টারের টিকিট নিশ্চিত করেছে।আবার তাদের সঙ্গী হয়ে চমক দেখানো মরক্কোও রয়েছে শেষ আটের লড়াইয়ে।দ্বিতীয় পর্ব থেকেই ঝরে পড়েছে স্পেনের মতো শিরোপা প্রত্যাশী দল।

দক্ষিণ কোরিয়া,জাপান বা সেনেগালের মতো দলগুলো প্রথম পর্বে চমক দেখিয়ে নক-আউটে আসলেও বড় মঞ্চে আর নিজেদের মেলে ধরতে পারেনি।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লড়াই আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) থেকে শুরু হবে।কোয়ার্টার ফাইনালে কোন দল কবে কখন কার মুখোমুখি হচ্ছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক :

ছবি: সংগৃহীত

About admin

Check Also

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টাইগারদের বাংলাওয়াশ।।

অনলাইন ডেস্ক :            বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড প্রতিপক্ষ,সিরিজটা টি-টোয়েন্টির।বাংলাদেশ সেই সিরিজের তিন ম্যাচেই ইংলিশদের হারিয়ে বাংলাওয়াশ করলো।বাংলাদেশকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *