অনলাইন ডেস্ক: আজ ২১ আগস্ট ২০১৯ বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা ও মহাসচিব মোহাম্মদ মফিজুর রহমান লিটন এবং সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইফুল ইসলাম সেফুল সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য কুমিল্লা জেলা উত্তর আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন।
কুমিল্লা জেলা উত্তরের আহ্বায়ক পারভেজ হোসেন বাবু এবং সদস্য সচিব মো. কামাল হোসেন শান্ত। কুমিল্লা জেলা উত্তরের সকল সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, গণমাধ্যম ও প্রশাসনকে তাদের সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।
আগামী ৩ মাসের মধ্যে এই আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ তাদের স্ব স্ব সাংগঠনিক দায়িত্ব পালন করে সম্মেলনের মাধ্যেমে কুমিল্লা জেলা উত্তরের পুর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ প্রদান করা হলো্। (বি:দ্র: প্রেস বিজ্ঞপ্তি-ছবি-তথ্য-এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশনের উপদেষ্টা,মহাসচিব-এনডিপি,চেয়ারম্যান,জাতীয় মানবাধিকার সমিতি মো: মঞ্জুর হোসেন ঈসা)