
অনলাইন ডেস্ক : মাইক্রোসফট সম্প্রতি ঘোষণা দিয়েছে তাদের অফিস ৩৬৫ তে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করার।আরেক টেক জায়ান্ট গুগলও তাদের গুগল ডক,শিট ও স্লাইডে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ঘোষণা দিয়েছে।মাইক্রোসফট অবশ্য গুগল থেকে একধাপ এগিয়ে আছে।তারা কদিন আগেই পরীক্ষামূলক পর্যায়ে ফিচারটি চালু করেছে।এই ফিচারটি মাত্র ২০ জনকে দেওয়া হয়েছে এখন পর্যন্ত।শীঘ্রই এর প্রাইসিং জানাবে তারা।
কোপাইলট এআই মূলত জেনারেটিভ এআই।এটি চ্যাটজিপিটির মত এটিও লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) এর ভিত্তিতে তৈরি করা হয়েছে।অর্থাৎ ডাটাবেজ থেকে তথ্য সংগ্রহ করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা লেখা তৈরি করে দিতে পারবে৷লেখা বাদেও ব্যবহার করা যাবে ছবি তৈরি বা অন্যান্য কাজেও৷
তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা জানান,কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার মানুষের কাজ আরও সহজ করে তুলবে।তবে তারা নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তিত।কৃত্রিম বুদ্ধিমত্তায় নিরাপত্তা নিশ্চিত না করা গেলে সাইবার অপরাধ বাড়তে পারে।আপাতত সবাই মাইক্রোসফটের কোপাইলট এআই-এর অপেক্ষায়।কেমন হবে তা নিয়ে সবার আগ্রহেরও কমতি নেই।
ছবি: সংগৃহীত