Home / প্রযুক্তি / গুগল পাসওয়ার্ডের বদলে চালু করলো পাস-কি।।

গুগল পাসওয়ার্ডের বদলে চালু করলো পাস-কি।।

অনলাইন ডেস্ক :           গুগল,অ্যাপল,মাইক্রোসফট এবং ফিডো প্রায় এক বছর আগে ঘোষণা দিয়েছিল তারা পাসওয়ার্ড ছাড়া একটি নিরাপদ প্লাটফর্ম হিসেবে অনলাইনকে নিতে চায়।সেজন্য মাল্টিফ্যাকটর অথেনটিকেশন বা পাসওয়ার্ড ম্যানেজারও চালু হয়েছিল।তবে এইসব ম্যানেজারের কিছু সমস্যা ত আছেই।কিন্তু পাস-কি সেই সমস্যা থেকে এবার মুক্তি দিতে পারে।

ব্যবহারকারীর সব ডিভাইস ও অ্যাকাউন্টে এখন মূলত ক্রিপ্টোগ্রাফিক অথেনটিকেশনের মাধ্যমে এক্সেস পাওয়া যাবে।ব্যবহারকারী পাসওয়ার্ড না দিয়ে বায়োমেট্রিক বা সহজ পদ্ধতিতে সব ডিভাইসে যুক্ত থাকতে পারবেন।অর্থাৎ ব্যবহারকারী তার নিজের ডিভাইসে ইনপুট দিলে তবেই অনলাইন সুবিধা পাবে।এভাবে হ্যাকাররা চাইলেও সহজে হ্যাক করতে পারছে না।এর আগে অ্যাপল গত বছর সেপ্টেম্বরে আইফোনে এই সুবিধা এনেছিল।তবে অনলাইনে তা বাস্তবায়নের বিষয়ে জানা যায়নি বেশি কিছু। 

এখন গুগল অ্যাকাউন্ট দিয়েই পাস-কি নিতে পারবে ব্যবহারকারীরা৷তবে এখনো ওয়ার্কস্পেস অ্যাকাউন্টে মিলছে না এই সুবিধা৷

ছবি: সংগৃহীত

About admin

Check Also

আন্তর্জাতিক নারী  দিবস উপলক্ষে গুগলের বিশেষ ডুডল প্রকাশ।।

অনলাইন ডেস্ক :                        আন্তর্জাতিক নারী দিবস নারী শক্তিকে সম্মান ও অভিনন্দন জানাতে বিশ্বব্যাপী নানা আয়োজনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *