Home / রাজশাহী / চারঘাটে বঙ্গবন্ধুর ছবি ও নাম ফলকে কাঁদা লেপন।।

চারঘাটে বঙ্গবন্ধুর ছবি ও নাম ফলকে কাঁদা লেপন।।

সংবাদদাতা: মোঃ সাইফুল ইসলাম রায়হান,চারঘাট রাজশাহী।

অনলাইন ডেস্ক:  রাজশাহীর চারঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি ও নাম-পরিচয় ফলকে ফের কাঁদা লেপনের ঘটনা ঘটেছে। উপজেলার অনুপমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। স্কুলের প্রধান শিক্ষক এ ঘটনায় বাদী হয়ে চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অন্য দিনের মত আজ সোমবার সকালেও শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে দেখতে পান বঙ্গবন্ধু ভবনের সামনে আঁকা বঙ্গবন্ধুর ছবিতে কাঁদা লেপন করে রাখা হয়েছে। এর আগেও একইভাবে একাধিক বার বঙ্গবন্ধুর ছবিতে কাঁদা নিক্ষেপের ঘটনা ঘটেছে। কিন্তু এরপরেও এর সাথে জড়িত কাউকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের এক শিক্ষক জানান, পূর্বেও এরকম ঘটনা ঘটিয়ে জড়িতদের কোনো শাস্তি না হওয়ার কারনেই বার বার অপরাধীরা এরকম কান্ড ঘটানোর সাহস পাচ্ছে।

তিনি বলেন, ‘কাঁদা নিক্ষেপের পিছনে দুইটা কারন কাজ করতে পারে। একটা হলো- বিদ্যালয়ের আশেপাশের এলাকাতে জামায়াতের প্রভাব বেশি। আর অন্য একটা কারণ হলো ম্যানেজিং কমিটি নিয়ে ঝামেলা।

স্কুলের প্রধান শিক্ষক লায়লা পারভীন বলেন, আমরা একই ঘটনার বার পুনরাবৃত্তি চাই না। সেজন্য থানায় লিখিত অভিযোগ করেছি। এর সাথে জড়িত যেই হোক সুষ্ঠু তদন্ত করে শাস্তির দাবী করেছেন তিনি।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু বলেন, ‘আমরা এ ঘটনায় অভিযোগ পেয়েছি।জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

About admin

Check Also

আজ ভয়াল ১৩ই এপ্রিল,চারঘাট গণহত্যা দিবস।।

মোঃ সাইফুল ইসলাম রায়হান-রাজশাহী। অনলাইন ডেস্ক :    রাজশাহী জেলা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণে পদ্মা-বড়াল বিধৌত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *