সংবাদদাতা : মোঃ সাইফুল ইসলাম রায়হান,চারঘাট রাজশাহী।
অনলাইন ডেস্ক: কয়েক দিন পর হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে আগামী ৫ অক্টোবর শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা।
এ বছর মা দুর্গা ঘোড়ায় চড়ে পৃথিবীতে আসবেন। আবার কৈলাশে ফিরে যাবেন ঘোটকে (ঘোড়া) চড়ে। দুর্গাপূজাকে সামনে রেখে চারঘাট উপজেলার প্রতিমা তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন। কেউ প্রতিমার শরীরে মাটির আঁচড় দিতে ব্যস্ত। কেউ রং-তুলির আঁচড়ে প্রতিমাকে মনের মতো করে ফুটিয়ে তুলছেন।
কারিগরদের তুলির ছোঁয়ায় পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে প্রতিমা। রং-তুলির আঁচড়ে মা দুর্গাকে সাজাচ্ছেন শিল্পীরা। পুরোদমে চলছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি।
দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর চারঘাটে তৈরি প্রতিমা পুঠিয়া,দূর্গাপুরসহ আশেপাশের বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হয়ে থাকে। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন প্রতিমা শিল্পীরা।
চারঘাটের প্রতিমা তৈরির কারিগর শ্রী বকুল কুমার সাহা বলেন, ‘বাঁশ, কাঠ, খড়, লোহা, রশি, মাটি, রংসহ প্রতিমা তৈরির উপকরণের মূল্য বৃদ্ধির ফলে আগের মতো লাভ হয় না। তবুও বাপ-দাদার পেশা হিসেবে এ শিল্পকে টিকিয়ে রাখার চেষ্টা করছি। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার বলেন, মন্ডপ এলাকায় সমস্যা আছে কি না সেসব বিষয়ে খোঁজ-খবর নেওয়া হয়েছে।এবার উপজেলা প্রায় ৪০ টি পূজা মন্ডপে দুর্গোৎসব হবে।পূজামন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন।