
সংবাদদাতা: মোঃ শান্ত খান-সাভার।
অনলাইন ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্লাস নতুন বছরের জানুয়ারিতে শুরুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য জানিয়েছেন।
ডেপুটি রেজিস্ট্রার বলেন,উপাচার্যের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় আগামী ১৫ জানুয়ারি ক্লাস শুরু বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে প্রভোস্ট কমিটির সভায় ১ জানুয়ারি ক্লাস শুরুর সুপারিশ ছিল।কিন্তু আবাসিক হলে জনবল সংকট সমাধান না হওয়ায় তা আপাতত সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন,এখনো বেশকিছু আসন শূন্য রয়েছে।আগামী ৮ থেকে ১১ ডিসেম্বর শূন্য আসনে শিক্ষার্থীদের ভর্তি নেয়া হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
এর আগে গত ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।