সংবাদদাতা : আনিছুর রহমান,জামালপুর,সরিষাবাড়ি।
অনলাইন ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ১নং সাত পোয়া ইউনিয়নের চরজামিরা এবং রৌহা গ্রামে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান এমপি, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, কবীর বিন আনোয়ার, ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, কামরুল ইসলাম, জেলা প্রশাসক, আহমদ কবীর এবং রুকনুজ্জান(রুকন)মেয়র, সরিষাবাড়ি পৌরসভা ও শিহাব উদ্দিন আহমদ, নির্বাহী অফিসার, সরিষাবাড়ির ।
জানা যায়,,আজ মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে ১নং সাত পোয়া ইউনিয়নের গ্রামে চর জামিরা এবং রৌহা গ্রামে প্রায়ই (১০০০) এক হাজার পরিবারের মাঝে অসহায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।সরিষাবাড়ী উপজেলার বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের নির্বাচিত এমপি তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান,এ-সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা কবীর বিন আনোয়ার, ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, কামরুল ইসলাম, জেলা প্রশাসক, আহমদ কবীর এবং রুকনুজ্জান(রুকন)মেয়র, সরিষাবাড়ি পৌরসভা ও শিহাব উদ্দিন আহমদ, নির্বাহী অফিসার, সরিষাবাড়ির, আলহাজ্ব সানোয়ার হোসেন বাদশা, সভাপতি, বাংলাদেশ আওয়ামিলীগ, সরিষাবাড়ি উপজেলা প্রমুখ ।
এ-সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, চরজামিরা সহ যেখানেই যতখন বন্যা আছে ততক্ষণ আমি আছি।
তিনি পরে এলাকায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বন্যাদূর্গত মানুষের মধ্যে ত্রান বিতরণ করেন।ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন, উপজেলা যুবলীগ নেতা সাখাওয়াত আলম মুকুলসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রায় (১০০০) হাজার বন্যার্ত মানুষের মাঝে মাথাপিছু ১০ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে বলে জানাগেছে। শুকনা খাবারের মধ্যে মুড়ি, চিড়া, চাল, মোমবাতি, স্যালাইন, পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট, দিয়াশলাই, সয়াবিন তৈল দেয়া হয়েছে।