অনলাইন ডেস্ক: ঢাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়ারা তথ্য নিবন্ধন করতে পারবেন এখন থেকে ঘরে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে।এই লক্ষ্যে একটি অ্যাপ চালু করা হয়েছে সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) নামে।পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে অ্যাপটির উদ্বোধন করেন।তিনি জানান,এই অ্যাপ দিয়ে তথ্য সংগ্রহ প্রক্রিয়া আরো সহজ,নির্ভুল ও দ্রুত করা যাবে।
অ্যাপটি ইন্সটল করা যাবে আপাতত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত মোবাইল ফোনে।অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লেস্টোরে ‘সিআইএমএস ডিএমপি’ লিখে সার্চ দিয়ে।শিগগিরই অ্যাপল স্টোরে এটি পাওয়া যাবে।ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন,অ্যাপটি ডাউনলোড করে যে কেউ তথ্য নিবন্ধন করতে পারবেন।এটা ছাড়াও ম্যানুয়ালিও আমাদের কার্যক্রম চলবে।
পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া আরো বলেন,ঢাকা মহানগরে বসবাসরত নাগরিকের তথ্য সংগ্রহ,সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য ২০১৬ সাল থেকে শুরু হয় এর কার্যক্রম।