
অনলাইন ডেস্ক : শনিবার দুপুরে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।পরীক্ষার ফল পাওয়া যাচ্ছে টেলিটক এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. টিটু মিয়া বলেন,পরীক্ষা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।পরীক্ষায় ৭৮০২৮৪০ রোল নম্বরধারী শিক্ষার্থী অর্থি ঘোষ প্রথম স্থান অধিকার করেছেন।
রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে গত শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।মোট পরীক্ষার্থী ছিলেন ৩৭ হাজার ৫২৮ জন।উপস্থিত ছিলেন ৩৪ হাজার ৩৩৩ জন,আর অনুপস্থিত ছিলেন ৩ হাজার ১৯৫ জন।দেশের সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসনের মধ্যে সাধারণ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন ৫৩০টিতে।মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীরা পাবেন ১০টি আসন।পার্বত্য তিন জেলার উপজাতিদের জন্য রয়েছে তিনটি এবং অন্যান্য জেলার উপজাতিদের জন্য রয়েছে দুইটি আসন।৫৪৫টি আসনের মধ্যে ঢাকা ডেন্টাল কলেজে সর্বোচ্চ ১১০টি আসন রয়েছে।
ছবি: সংগৃহীত