Home / রাজশাহী / তানোরে কৃষ্ণপুর মহিলা কলেজ এবারো সবার শীর্ষে।।

তানোরে কৃষ্ণপুর মহিলা কলেজ এবারো সবার শীর্ষে।।

সংবাদদাতা: আলিফ হোসেন-তানোর-রাজশাহী। 

অনলাইন ডেস্ক :    রাজশাহীর তানোরে এইচএসসি পরীক্ষার সফলতায় এবারো সবাইকে পিছনে ফেলে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ শীর্ষ স্থান অর্জন করেছেন।

এবছরেও কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের পরীক্ষার্থীরা শতভাগ পাস করেছে।

তানোরে এবারেও পাসের হারের দিক থেকে কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ সবার শীর্ষে অবস্থান করছে।বরাবরের মত এবারও এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে। 

জানা গেছে,২০২২ সালে কলেজ থেকে ৩৬ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং সকলে উত্তীর্ণ হয়।এদের মধ্যে দু’জন শিক্ষার্থী এ+ (জিপিএ-৫) পেয়েছেন।শতভাগ পাস ও দু’জন শিক্ষার্থী এ+(জিপিএ-৫) পাওয়ায় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আতাউর রহমান শিক্ষাক-শিক্ষার্থী ও অভিবাবকদের ধন্যবাদ জানিয়েছেন।

এদিকে শিক্ষার্থীরা তাদের অর্জিত এই সাফল্যর জন্য কলেজ অধ্যক্ষ আতাউর রহমান ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

About admin

Check Also

রমজানের রোজা পালনের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল।।

লেখক : আলহাজ্ব এ,টি,এম,মোফাখখারুল ইসলাম আকন্দ-বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ,সমাজসেবক,শিক্ষানুরাগী ও ব্যাবসায়ি। অনলাইন ডেস্ক :    বিসমিল্লাহির রাহমানির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *