Home / প্রযুক্তি / তানোরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন।।

তানোরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন।।

সংবাদদাতা: আলিফ হোসেন-তানোর-রাজশাহী।

অনলাইন ডেস্ক :    রাজশাহীর তানোরে দুই দিনব্যাপী  ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

জানা গেছে,৯ নভেম্বর বুধবার ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসনের যৌথ আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস-চেয়ারম্যান আবু বাক্কার ও সোনীয়া সরদার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিবা সিফাত,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ,মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম,যুবউন্নয়ন কর্মকর্তা সাদিকুজ্জামান,উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল উদ্দিন,জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে অতিথিবৃন্দ মেলার প্রতিটি ষ্টল পরিদর্শন করেন।।

About admin

Check Also

রমজানের রোজা পালনের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল।।

লেখক : আলহাজ্ব এ,টি,এম,মোফাখখারুল ইসলাম আকন্দ-বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ,সমাজসেবক,শিক্ষানুরাগী ও ব্যাবসায়ি। অনলাইন ডেস্ক :    বিসমিল্লাহির রাহমানির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *