
সংবাদদাতা: আলিফ হোসেন-তানোর-রাজশাহী।
অনলাইন ডেস্ক : রাজশাহীর তানোর থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ সাতজনকে আটক করেছেন।
জানা গেছে,২৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,রাজশাহী পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদের দিকনির্দেশনায় তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপি ঢাক ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘ দিনের লাল কালির মুলতবী গ্রেফতারী পরোয়ানা সাজাভুক্ত চারজন আসামীকে আটক করা হয়। এছাড়াও তানোর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা মূলে আরো তিনজন আসামীকে আটক করা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন,দীর্ঘদিন ধরে আসামীরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় আত্নগোপন করে আসছিলো,গোপন সংবাদের ভিত্তি বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।