অনলাইন ডেস্ক: দগ্ধ হয়েছেন ৪ জন শ্রমিক,রাজধানীর গ্রিন রোডে একটি ভবনে বিস্ফোরণে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে তাদের উদ্ধার করে।এই ঘটনা ঘটে রবিবার সকালে।বিস্ফোরণে দগ্ধ শ্রমিকরা হলেন,সুজন (১৯),রাকিব (২০),ফয়েজ (২৩)ও রাসেল (৩০)।তথ্যমতে-কেন্দ্রীয় কন্ট্রল রুম সূত্রে জানা যায়-ফায়ার সার্ভিসের,রং ও কাঠের কাজ করছিলেন ভবনটির নিচতলায় দগ্ধ ব্যক্তিরা।হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে এই সময়। রংয়ের অনেক ড্রাম,স্প্রে ছিল সেখানে।তাৎক্ষণিকভাবে জানা যায়নি বিস্ফোরণটি কি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের নাকি গ্যাস সিলিন্ডারের।কমফোর্ট জেনারেল হাসপাতাল অবস্থিত ওই ভবনটির চারতলায়।কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি হাসপাতালের।
(বি:দ্র: ফাইল ছবি-তথ্য সংগ্রহকরা)