Home / বিনোদন / দেশবাসীকে আনন্দের সংবাদ দিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।।

দেশবাসীকে আনন্দের সংবাদ দিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।।

অনলাইন ডেস্ক :                জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান দেশবাসীকে আনন্দের সংবাদ দিলেন।তার অভিনীত সিনেমা ‘নকশীকাঁথার জমিন’ ১৪তম ব্যাঙ্গালোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান কমপিটিশানে  তৃতীয়স্থান অধিকার করেছে।এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে একটি পোস্ট করেছেন।

অভিনেত্রী জয়া আহসান ফেসবুক পোস্টের ক্যাপশনে লিখেছেন,চমৎকার একটা আনন্দের সংবাদ দিচ্ছি আপনাদেরএ আনন্দ যেমন আমাদের সবার,তেমনি আমাদের দেশেরও!

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান আরও লেখেন,১৪তম ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেলের এশিয়ান কমপিটিশানে বিখ্যাত সব সিনেমার সাথে প্রতিযোগীতায় ছিলো জীবন ঘনিষ্ঠ নির্মাতা আকরাম খানের নির্দেশনায় নির্মিত অনুদানের সিনেমা নকঁশীকাঁথার জমিনইন্টারন্যাশনাল এসব সিনেমার সাথে প্রতিযোগিতা করে নকঁশীকাঁথার জমিন সিনেমাটি তৃতীয়স্থান অধিকার করেছে।

অভিনেত্রী জয়া আহসান আরও লিখেছেন,এর আগে সিনেমাটি ইউনেস্কো গান্ধী এওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিলো

জনপ্রিয় সাহিত্যিক হাসান আজিজুল হকের নকশীকাঁথার জমিন উপন্যাস অবলম্বনে নির্মিত।মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমার কেন্দ্রীয় চরিত্রে দুইজন বিধবা নারী আছেন।জয়া আহসান ও সেঁওতি যেখানে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন।ইরেশ যাকের ও রওনক হাসান দুই ভাইয়ের চরিত্রে ভূমিকায় ছিলেন।এছাড়া গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন শাহনাজ খুশি এবং বৃন্দাবন দাশের দুই ছেলে দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।ফারজানা মুন্নী ও প্রযোজনা সংস্থা টিএম ফিল্মস চলচ্চিত্রটির সহযোগী প্রযোজক হিসেবে আছেন।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

রাহাত ফতেহ আলী খানের গানের‘রিমেক’আনছেন রনি।।

সংবাদদাতা: মোঃ শান্ত খান-সাভার। অনলাইন ডেস্ক :       কিংবদন্তিতুল্য কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খানের অন্যতম বিখ্যাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *