Home / প্রযুক্তি / দেশের তথ্যপ্রযুক্তি খাতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে ফিনল্যান্ড।।

দেশের তথ্যপ্রযুক্তি খাতে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে ফিনল্যান্ড।।

অনলাইন ডেস্ক :        দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে ফিনল্যান্ড।

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সাথে বুধবার (২২ মার্চ) আগারগাঁওয়ে আইসিটি বিভাগে বৈঠক করে বাংলাদেশ ও ভারতে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিতভা কাউক্কু-রুনদির নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল। দ্বিপাক্ষিক এই বৈঠকে ফিনল্যান্ড এ আশাবাদ ব্যক্ত করে। 

বাংলাদেশের সাথে ফিনল্যান্ডের ৫জি নেটওয়ার্ক,জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন ধরনের প্রযুক্তি বিনিময়,গবেষণা,উদ্ভাবন এবং স্টার্ট আপ ইকোসিস্টেম বিনির্মাণে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়।

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বৈঠককালে তথ্যপ্রযুক্তি খাতের সার্বিক অগ্রগতি এবং ২০৪১ সালের স্মার্ট সিটিজেন,স্মার্ট গভর্নমেন্ট,স্মার্ট ইকোনমি ও স্মার্ট সোসাইটি এ ৪টি স্তম্ভের ওপর ভিত্তি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সার্বিক রূপরেখা রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।তিনি উভয়দেশের আইসিটি খাতের স্টার্ট আপদের অভিজ্ঞতা বিনিময়,সাইবার সিকিউরিটি বিষয়ে বিটুবি ম্যাচ মেকিং তৈরির ওপর গুরুত্বারোপ করেন।  

ফিনল্যান্ডের রাষ্ট্রদূত বৈঠকে বলেন,বাংলাদেশের অর্থনীতি সুদৃঢ় এবং আইসিটি খাতে পৃথিবীর অনেক দেশ থেকে এগিয়ে।তিনি ৫জি, স্টার্ট আপ ইকোসিস্টেম,তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন ও বিকাশ এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনগুলোতে বাংলাদেশের সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

আন্তর্জাতিক নারী  দিবস উপলক্ষে গুগলের বিশেষ ডুডল প্রকাশ।।

অনলাইন ডেস্ক :                        আন্তর্জাতিক নারী দিবস নারী শক্তিকে সম্মান ও অভিনন্দন জানাতে বিশ্বব্যাপী নানা আয়োজনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *