Home / খেলাধুলা / দেশের মাটি দিয়েই শেখ হাসিনা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট তৈরির সিদ্ধান্ত।।

দেশের মাটি দিয়েই শেখ হাসিনা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট তৈরির সিদ্ধান্ত।।

অনলাইন ডেস্ক :           বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের মাটি দিয়েই শেখ হাসিনা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট তৈরির সিদ্ধান্ত নিয়েছে।এর আগে দেশের মাটি দিয়ে সিলেট ও বগুড়া স্টেডিয়ামের উইকেট তৈরি করেছিলো বাংলাদেশ.উইকেট তৈরিতে কাদামাটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনে বিদেশ থেকে মাটি আনা হয়।তবে দেশের সবচেয়ে বড় শেখ হাসিনা স্টেডিয়ামের উইকেট দেশের মাটি দিয়েই বানবে বিসিবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম রোববার (৩০ এপ্রিল) বলেন, বাংলাদেশের মাটি দিয়ে উইকেট বানাতে পারলে সবচেয়ে ভালো হবে।আমরা আগেই প্রমাণ করেছি,এটি সম্ভব।আপনি যদি আমাদের সিলেট ও বগুড়ার উইকেট দেখেন,সেখানকার উইকেট আমাদের মাটি দিয়েই তৈরি।তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে।কারণ শেখ হাসিনা স্টেডিয়ামে স্পোর্টিং উইকেট করতে চায় বিসিবি।তিনি আরও বলেন,পরামর্শকদাতাকে সব ধরনের মাটি দেখাবো আমরা।আমরা এখন স্পোর্টিং উইকেটে খেলতে চাই,যা আমাদের ক্রিকেটকে এগিয়ে নিবে।একইসঙ্গে অনেক ধরণের উইকেট নিয়ে আমরা আলোচনা করছি।

উইকেটের কাজ শুরু হবে আগামী মাসের মাঝামাঝি সময়ে।এ বিষয়ে অস্ট্রেলিয়া,নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে আলোচনা চলছে।বিসিবি আগামী এক বছরের মধ্যে মাঠ প্রস্তুত করার চেষ্টা করছে।কারণ তারা আগামী মৌসুম থেকেই এখানে খেলা শুরু করতে চায়।স্টেডিয়ামের পাশাপাশি এখানে একাডেমি ভবন,বিসিবির নিজস্ব ভবন,ক্রিকেটার্স ক্লাব তৈরি হবে।ক্রিকেট বাদে আরও পাঁচটি ফেডারেশনকে স্টেডিয়ামে তাদের নিজস্ব কার্যালয় স্থাপনের অনুমতি দেবে বিসিবি।যদিও এখনও ঠিক হয়নি কোন পাঁচ ফেডারেশনের অফিস এখানে থাকবে।এছাড়াও এখানে একটি হোটেলের জন্য আলাদা জায়গা থাকবে।

এই স্টেডিয়াম পূর্বাচলের তৈরি হলেও মিরপুর থেকে অবশ্য সব গুটিয়ে এখানে চলে আসবে না বিসিবি।দুই জায়গাতেই চলবে দেশের সবচেয়ে বড় ক্রীড়া সংগঠনের কার্যক্রম।মিরপুরে বিভাগীয়  ক্রিকেট ও পূর্বাচলে আঞ্চলিক ক্রিকেটের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা করছে বোর্ড।

ছবি: সংগৃহীত

About admin

Check Also

রিয়াল মাদ্রিদ রদ্রিগোর জোড়া গোলে শিরোপা জিতেছে।।

অনলাইন ডেস্ক :           রিয়াল মদ্রিদের লা লিগায় ভালো সময় কাটছে না।শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *