সংবাদদাতা: মোঃ শান্ত মিয়া-সাভার।
অনলাইন ডেস্ক : বাংলাদেশ পুলিশের অধীনস্ত কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ঢাকার নবাবগঞ্জ শাখা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার কাশিমপুরের সাজেদা কমপ্লেক্সে এ শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়।শাখাটি উদ্বোধনের মাধ্যমে পুলিশ ও জনগণের মাঝে সেতুবন্ধন সৃষ্টি হবে বলে বিশ্বাস ঢাকা জেলা পুলিশের।
ভার্চ্যুয়াল মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি, ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এক যোগে দেশের ৭টি শাখা উদ্বোধন করেন।
নবাবগঞ্জের উদ্বোধন অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নুরে আলম মিনা।
এসময় অন্যান্যের মধ্যে ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আশরাফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) মো. হুমায়ুন কবির, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, দোহার সার্কেলের এএসপি জহিরুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, দোহার উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন, কেন্দ্রীয় মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনারকলি পুতুল, দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, ব্যাংকের নবাবগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. জাকির হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।