অনলাইন ডেস্ক: ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আজ শুক্রবার সম্পাদক মণ্ডলীর সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,আমরা আশা করব এবার তিস্তা সমস্যাসহ দুই দেশের মধ্যে অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান হবে।ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদির অধিক শক্তিশালী হয়ে ফের ক্ষমতায় আসাকে স্বাগত জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন,নরেন্দ্র মোদিকে টেলিফোন করে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন,তাকে টুইটও করেছেন,আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের খালেদা জিয়ার ব্যাপারে বলেন,আওয়ামী লীগ সরকার,বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলতে হবে এ রকম নিষ্ঠুর কাজ করতে পারে না।সভায় উপস্থিত ছিলেন,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ,আবদুর রহমান,সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম,এনামুল হক শামীম,বিএম মোজাম্মেল হক,মেজবাহ উদ্দিন সিরাজ প্রমুখ।
(বি:দ্র:ফাইলছবি-তথ্য সংগ্রহকরা)