অনলাইন ডেস্ক: গভীর রাতে একটি বস্তিতে আগুনে লেগে পুড়ে গেছে ৭০টি ঘর নারায়ণগঞ্জে।ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে চাঁদমারী এলাকায় ওই বস্তিতে আগুন লাগে বৃহস্পতিবার রাত ৩টার দিকে।ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান,আগুনের সূত্রপাত হয় বস্তির কোনো একটি ঘর থেকে।পরে তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।আতঙ্ক ছড়িয়ে পড়ে এই সময় বস্তির বাসিন্দাদের মধ্যে।
তথ্যমতে,কোনো খবর পাওয়া যায়নি আগুনে হতাহতের,অন্তত ৭০টি ঘর পুড়ে গেছে বস্তির বেশ কয়েকটি টং দোকান,ঝুটের গুদামসহ।এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে অগ্নিকাণ্ডের এই ঘটনায়।ডাম্পিংয়ের কাজ চলছে আগুন নেভানোর পর।ফায়ার সার্ভিস কর্মকর্তা আরেফিন জানান,তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।
(বি:দ্র: ছবি-তথ্য সংগ্রহকরা)