কবিতা : নিশীতের আড্ডা- কবি-লেখক: মোঃ মেহাতাব উদ্দিন (অবুজ)।।
অনলাইন ডেস্ক : আড্ডা বেশ জমে উঠেছে
নিজের সাথে নিজের
আত্মার সাথে আত্মার।
কফির পেয়ালা ছাড়া,
কিংবা চিনাবাদাম এর খোঁসা ছড়ানো ছাড়াই
কিংবা ঝালমুড়ি বা চিপস ছাড়াই,
পাতা কুড়ানি দলের মিষ্টি মধুর বিপত্তি ছাড়াই,
কিংবা চন্দ্রিমা উদ্যানের লাল গোলাপ নিয়ে দাড়িয়ে যাওয়া শিশুগুলো ছাড়াই
আড্ডা যে এভাবে জমতে পারে,ভাবতেই পারিনি।
রবীন্দ্র সরোবরে দুমড়ানো মোচড়ানো পাতার শব্দ নেই
পাখির কিচিরমিচির শব্দ নেই ,
বরং রাতের নিস্তব্ধতা ভাঙতে
বৈদ্যুতিক পাখার ত্রিফলা র সে কি জোর প্রচেষ্টা।
আলোচনা র বিষয় স্পষ্ট নাহলে ও
আমার আমি-র সাথে পৃথিবীর বোঝাপড়াটা বেশ জমে উঠেছে !!
একদিকে কেউ অভিযোগের আদ্যোপান্ত
গুণে ক্লান্ত হয়ে ঘুমে বিভোর,
আর একদিকে পৃথিবীটা সঙ্গ দিচ্ছে আমায়,
চারিদিকে হতাশার সুর ঝেঁকে বসেছে
পান থেকে চুন খসলেই
ভূমিকম্পের আশংকা
জীবনের প্রতিটি বাঁকে
বয়স ঘিলে খাচ্ছে ভাবনাগুলো।
মনটাকে কতটুকু ঘিলে খেলো?
সে প্রশ্ন থাক!
অস্তাচলে যদি পৃথিবীর সাথে বোঝাপড়াটা
শুধুই পটল তোলা হয়,
তবে হ্রদের পাশটায় রঙিন প্রচ্ছদে বিকেলটা আঁকবে কে?
পুরো একটি পৃথিবী পড়ার শখটা
এভাবেই কি দুমড়ে মুচড়ে ধরাশায়ী হবে?
না, আড্ডা কি ফানসে হয়ে যাচ্ছে
যদিও আঁখি দ্বয় সদাশয় হয়ে
দোয়াত কালির যোগান দিয়েই যাচ্ছে!
আমি-ই বরং ক্লান্ত হয়ে পড়ছি
নিদ্রা দেবী অবশ্যি
কোথায় যে লুকিয়ে রইল! অথচ আমি বড্ড ক্লান্ত।